বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের বোদা উপজেলা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নব কমিটির সভাপতি হিসেবে আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় নির্বাচিত হয়েছেন। সম্মেলনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবু সাদাত মো সায়েম রুমেল, সাংগঠনিক সম্পাদক হিসেবে আরিফুর রহমান আরিফ ও আব্দুল্লাহ আল মারুফ অনু নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বোদা উপজেলা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৫ সদস্যর নাম ঘোষনা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। একই সাথে কমিটিকে আগামী ১০ ফেব্রুয়ারীর মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।
দ্বিতীয় অধিবেশনে ডেলিগেট, কাউন্সিলর ও উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিতিত্তে সভাপতি, সাধারণ সম্পাদক সহ নব নির্বাচিত কমিটির ৫ জন নির্বাচিত হন।
এর আগে, মঙ্গলবার দুপুরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় অতিথিরা বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করে সম্মেলনের প্রথম অধিবেশনের সূচনা করেন। পরে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, দলের যত ত্যাগী নেতা হোক না কেন, সে যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে, যার মাধ্যমে দল বিতর্কিত হবে এবং যার মধ্যদিয়ে দলের ইমেজ ক্ষুন হবে, যার মধ্য দিয়ে দলের উপর মানুষের আস্থা কমে যাবে এই সকল নেতাকে আপনারা গ্রহন করবে না। গ্রামে গঞ্জে পৌর এলাকায় ইমেজ তৈরী করতে হবে, জনগণ যাতে মনে করে আগামী দিনে সরকার গঠনে বিএনপি একটি উৎকৃষ্ট দল।
আজাদ কোন দলের নাম উল্লেখ না করে বলেন, আপনারা ৭১ কে অস্বীকার করতে চান, আবার বলেন, দেশে দুইটা দেশ প্রেমিক সংগঠন আছে। বাংলাদেশ সৃষ্টির জন্য ৭১ জড়িত। ৭১ সালে আপনাদের কি ভূমিকা ছিল। আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন। আমরা যারা বিএনপি করি আমাদের নেতা জিয়াউর রহমান জীবনের ঝুকি নিয়ে স্বাধীনতার ঘোষনা ও ৯ নং সেক্টরে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধ নিয়ে আপনারা আপনাদের অবস্থান জাতীর কাছে জানান।
পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আফাজুল ইসলাম, বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, জেলা যুব দলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল প্রমুখ।
এসময় বোদা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আকতার হোসেন হাসান, যুগ্ম আহবায়ক আসাদুল্লাহ আসাদ, আব্দুল মান্নান, হকিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক মহব্বত সহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলন। এর আগে বোদা পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা কর্মী মিছিল সহকারে সম্মেলনে অংশ গ্রহণ করেন।
এর আগে, বোদা পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০৯ সালে বোদা পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কমিটি ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে আব্দুস সামাদ তারা কে আহবায়ক ও দিলরেজা ফেরদৌস চিম্ময়কে সদস্য সচিব করে বোদা পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।