Type Here to Get Search Results !

উলিপুরে প্রশাসনের ১৮০টি শীতবস্ত্র বিতরণ

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার উলিপুর উপজলার ৩টি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে ১৮০টি শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহাও প্রকল্প বাস্তবায়ন অফিসার খন্দকার ফিজানুর রহমান ।
রবিবার (২ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাসিমুল উলুম হযরত আয়শা সিদ্দীকা (রাঃ) মহিলা (কওমী)মাদ্রাসায় ১শত, অলিপুর দারুন নাজাত বালিকা হাফিজিয়া মাদ্রাসায়৫০টি, নারিকেল বাড়ি কাজির চক তালিমুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদরাসায়৩০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিভাগ