Type Here to Get Search Results !

কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় কার্যালয়ে অগ্নিকান্ড

আমিনুল ইসলাম কাহারোল দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় কার্যালয়ে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দলীয় কার্যালয়ের আসবার পত্র সহ অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাগজ পত্রের নথি পুড়ে ছাই হয়ে গেছে। 
জানা গেছে ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার রাত আনুমানিক ১ টার দিকে দলীয় কার্যালয় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কার্যালয়ে অগ্নি কাণ্ডের ঘটনায় কাহারোল জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা সাধারণ সম্পাদক শামীম হোসেনের সাথে কথা হলে, তিনি জানান দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট-সার্কেট থেকে নয়, কেউ হয়তো অফিসটিতে আগুন লাগিয়ে দিয়েছেন তিনি ধারণা করেছেন। এই ঘটনায় কোন মামলা হয়নি তিনি জানিয়েছেন। দুপুরে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সহ জেলা বিএনপি'র নেতৃবৃন্দ কাহারোলে দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন । ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি কাহারোল ওসি মোঃ রুহুল আমিন কে ঘটনার সঙ্গে জড়িত, প্রকৃত দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার অনুরোধ জানান।
বিভাগ