Type Here to Get Search Results !

পঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা প্রদানসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা।
আজ বুধবার দিনব্যাপী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বলরামপুর মহাবিদ্যালয় মাঠে সেনাবাহিনীর আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ডাক্তারের মাধ্যমে তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করে বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
একই সাথে চোখ, গাইনী চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্নয়, মেডিসিন সেবা থেকে শুরু প্রদান,স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার ব্যবস্থা করা হয়।
পরে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
এসময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ