Type Here to Get Search Results !

বিরামপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী দিনাজপুরের বিরামপুর উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে।
এই ধারাবাহিকতায় আজ বুধবার(৮ জানুয়ারি) বিকেল ৩ ঘটিকায় বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের চাকুল নারুলী নুরুল হুদা ইসলামিয়া হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা প্রাঙ্গণে অসহায়, গরিব, দুস্থ,শীতার্ত ও এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মধ্যে ২০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে একই জেলার ঘোড়াঘাট উপজেলায় ২০০ শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের রংপুর অঞ্চলের খোলাহাটি ক্যান্টনমেন্ট এর ৭ হর্স ইউনিটের উপ অধিনায়ক ও মধ্যপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম আশিক-উজ-জামান।বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও মধ্যপাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ রায়হান-উল-হাসান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মন্ডল, জোতবানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা। সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে আনন্দিত সাধারণ নারী পুরুষ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।কম্বল পেয়ে ৮৫ বছরের অমিজ উদ্দিন বলেন,সেনাবাহিনী কনকনে শীতে দুস্থদের জন্য কম্বল নিয়ে পাশে দাঁড়াল। আমরা তাদের সব সময় এভাবেই পাশে চাই।
বিভাগ