Type Here to Get Search Results !

পীরগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় ১ জন নিহত

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় জামতলি এলাকায় ঠাকুরগাঁওগামী পাকা সড়কের উপর মোটর সাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। 
নিহত ব্যক্তি ভেলাতৈড় গ্রামের মুক্তারুল ইসলাম বলে জানা গেছে। শুক্রবার রাত ৯টায় এক মোটর সাইকেল আরোহী ওই পাকা সড়কের উপর দিয়ে ঠাকুরগাঁও যাওয়ার সময় মুক্তারুল ইসলাম পাকা সড়ক পাড় হওয়ার সময় মোটর সাইকেল আরোহী তাকে ধাক্কা দেয়। মোটর সাইকেলের ধাক্কায় মুক্তারুল গুরুতর আহত হয়ে পাকা সড়কের উপর ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাকে দ্রুত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকাল ১১টায় জামলতি স্কুল মাঠে জানাযা শেষে জৌদ্দপীর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
বিভাগ