Type Here to Get Search Results !

বৃদ্ধা মা ও প্রতিবন্ধী ছেলের পাশে দাঁড়ালেন সাংবাদিক মিলটন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের বয়সের ভারে নুয়ে পড়া মা বৃদ্ধা কয়েদ ভানু ও তার ছেলে পঞ্চাশর্ধ্বো দৃষ্টি প্রতিবন্ধী ছেলে অস্কারকে নিয়ে"বৃদ্ধ ছেলেকে দেখাশুনা করছেন অশীতিপর এক মা" শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। এ সংবাদ জানতে পেয়ে ৩ ডিসেম্বর,শুক্রবার রাতে নিউজ পোর্টাল খবরবাড়ী টুয়েন্টি ফোর ডট কম সম্পাদক মুশফিকুর রহমান মিলটন স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে নিয়ে অসহায় পরিবারটির বাড়ীতে যান ও শীত নিবারনে গরম পোশাক,খাদ্য সামগ্রী,নিত্য প্রয়োজনীয় উপকরন ও নগদ অর্থ সহায়তা করেন। মানবিক সহায়তার এ সময় ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার,যুগ্ন সাধারন সম্পাদক হাসিবুর রহমান স্বপন,সাংগঠনিক সম্পাদক মতিন মোহাম্মদ,কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল,সাংবাদিক সাদেকুল ইসলাম রুবেল,আবেদুর রহমান সবুজ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ৪ টি কম্বল,৪ বস্তা শুকনো খাবার সহ নিত্যপ্রয়োজনীয় পন্য অসহায় পরিবারের বাড়ীতে গিয়ে সহায়তা করেন এবং মা কয়েদভানু বেওয়া'র বিধবা ভাতা ও ছেলে অস্কার এর প্রতিবন্ধী ভাতার কার্ড এর প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গত,কয়েদ ভানু বেওয়া'র নিজের জায়গা জমি না থাকায় স্থানীয় স্বেচ্ছাসেবী'রা অন্যোর জায়গায় একটি টিন সেড ঘড় বানিয়ে দিয়েছেন।সেখানেই বসবাস করছেন অসহায় পরিবারটি।
বিভাগ