Type Here to Get Search Results !

পঞ্চগড়ের বোদায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নজরুল ইসলাম,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থী ও এলাকার গরীব অসহায় শীতার্ত ২ শত জনের মাঝে শীতবস্ত্র হিসেবে ২ শত পিস কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারী) বিকালে উপজেলার মন্নাপাড়ায় এসকল শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও বোদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল কম্বল বিতরণ করেন। লায়ন্স ক্লাব অব ঢাকা পারিজাত ও লিও ক্লাব অব ঢাকা পারিজাত ডায়নামিক এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে এ সকল কম্বল বিতরণ করা হয়। মূল স্পন্সর ছিলেন লায়ন্স ইন্টার ন্যাশনাল ক্লাবের পিডিজি হাবিবুর রহমান নান্নু ও পিডিজি শায়েনা রহমান ।
শীতবস্ত্র বিতরণ কালে অন্যানের মধ্যে লিও ক্লাব অব ঢাকা পারিজাত ডায়নামিক এর লিও আফসানা আক্তার সুমি.তার পিতা বিশিষ্ট সমাজ সেবক আবু আলম,বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাবলু,সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ,বিশিষ্ট সমাজ সেবক মামুনুর রশিদ দুলু,জহিরুল ইসলাম ও নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য লিও ক্লাব অব ঢাকা পারিজাত ডায়নামিক প্রতি বছর পঞ্চগড় সহ দেশে বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সমাজ সেবা মুলক কাজ করে আসছে।
বিভাগ