আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম, ঈশানপুর এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান প্রমূখ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।