মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় বই বিতরণ হয়েছে। বই বিতরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি নতুন বই হাতে তুলে দেওয়া হয়।
গতকাল বুধবার (১ জানুয়ারি) দুপুরে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এই বই বিতরণের আয়োজন করে অত্র প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার মান-উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ অনেকে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া ১১৫ জন শিক্ষার্থীদের মাঝে তিনটি করে নতুন বই দেওয়া হয়। বাকি বইগুলো পর্যায়ক্রমে দিবেন বলে জানায়।