শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউয়নের চাঁন্দের হাট সীমান্তের জঙ্গলপাড়া এলাকা থেকে বিজিবি কতৃর্পক্ষ ৫৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
জানা গেছে, সোমবার রাত ৭ টায় দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধীনস্ত পীরগঞ্জ চাঁন্দের হাট বিওপির কর্তব্যরত বিজিবি টহল দল সীমান্তের ৩৩৩/৬ নং পিলার হতে ১০০ গজ বাংলাদেশের সীমানায় কতিপয় চোরা কারবারি ঘোড়াফেড়া করছিল। বিজিবি কতৃর্পক্ষ তাদেরকে ধাওয়া করার সময় ঘন কুয়াশার কারণে চোরা কারবারিরা দ্রুত পালিয়ে যায়। চোরা কারবারিদের ফেলে দেওয়া ২২টি ব্যাগ তল্লাশি করে ৫৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি কতৃর্পক্ষ