Type Here to Get Search Results !

বোদায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান

বোদা,পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদায় পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে,বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকালে বোদা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল বাইসাইকেল বিতরণ করেন।
শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে উপজেলার ৯ জন গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে ৯ টি বাইসাইকেল বিনামুল্যে প্রদান করা হয়। এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক মো.শাহরিয়ার নজির,জেলা পরিষদের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভাগ