বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে সেরাজুল ইসলাম (৩৫) নামে এক নিখোঁজ যুবকের ৫দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।
গতকাল সোমবার (৩০ডিসেম্বর) দুপুরে উপজেলার কালুপাড়া ইউপির বুড়াদরগার পাথার নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সেরাজুল কালুপাড়া ইউনিয়নের হাঁড়িভাঙ্গা গ্রামের আঃ সামাদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, নিহত সেরাজুল গত ২৬ডিসেম্বর কালুপাড়া ইউনিয়নের হঁ^াড়িভাঙ্গা ঈদগাঁও মাঠের কারেঙ্গাঁর তল নামক স্থানে স্ব-স্ত্রীক ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে গিয়ে আর বাড়ি ফেরেননি। এঘটনায় পরদিন সেরাজুল ইসলামের স্ত্রী রেশমা বেগম বাদি হয়ে বদরগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করেন।
এদিকে ঘটনার ৫দিন পর গতকাল সোমবার দুপুরে এলাকাবাসি উপজেলার কালুপাড়া ইউনিয়নের বুড়াদরগার পাথার নামক স্থানে একটি আলুক্ষেতে বস্তায় ভরে হালকাভাবে মাটিচাপা দেওয়া লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বদরগঞ্জ থানার ওসি একে এম আতিকুর রহমান নিখোঁজ যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে গ্রামবাসী সেরাজুলের বাবা আব্দুস সামাদ ও তার সৎমা নুরজাহানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর প্রকৃত ঘটনা জানা যাবে।