Type Here to Get Search Results !

কাহারোলে বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যু

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে উচিতপুর গ্রামের বাসিন্দাবীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে গভীরভাবে সব প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কাহারোলের নেতৃবৃন্দরা । 
গত ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টার দিকে বাধ্যক্ষ জনিত কারণে বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্রনাথ রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মহান স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকারী বীরশ্রেষ্ঠ সন্তান দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা। গত রবিবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কাহারোল উপজেলা শাখার সভাপতি জুয়েল বিস্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন এক যৌথ বিবৃতিতে জানায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বন্দুকের নলের সামনে দাড়িয়ে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছিলেন কাহারোল উপজেলার সাহসী কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্র নাথ রায়। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন, বাংলাদেশের আপামর বাঙালির মাঝে বাংলার এই বীর সন্তানদের কৃতিত্বনতুন প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। তার এই আত্মত্যাগ নিঃসন্দেহে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বিবৃতিতে বলা হয়েছে । 
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কাহারোল উপজেলা শাখার সভাপতি জুয়েল বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন তার বিদেহী আত্মার শান্তি কামনা ও তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
বিভাগ