ডেস্ক রিপোর্ট : পার্বতীপুর-বদরগঞ্জ সড়কের থানার বাসুপাড়া মোড় নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় এক যুবক ও এক যুবতী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া গেছে।
পার্বতীপুর মডেল থানা সূত্র জানায়, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিসমতপুর (কামারপুকুর) গ্রামের নিহত যুবকের নাম তানভীর আহমেদ ওরফে মোহন (৩০), তার পিতার নাম: আনওয়ারুল ও তার সাথে থাকা যুবতী নীলফামারী জেলা সদরের চিলের ডাঙ্গাপাড় নামক গ্রামের মমতাজের মেয়ে তানজীম আক্তার (২০)। তারা দু’জনে আজ শুক্রবার দুপুর ১টার দিকে সুজকি জিপসি ১৫০ সিসি মোটরসাইকেলযোগে বদরগঞ্জ উপজেলা অভিমুখে যাচ্ছিল। একসময়ে বিপরীতমূখী থেকে আসা একটি ডিমের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৩-৯০৩৮) এর সামনে চাকার এক্সেল ভেঙ্গে গেলে পার্বতীপুর-বদরঞ্জ সড়কের বাসুপাড়া (ঝেল্লার মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন মোহন ও তানজীম স্থানীয় ল্যাম্ব হাসপালে নেয়ার পথে মারা যায়।
পার্বতীপুর মডেল থানা পুলিশ পিকআপভ্যানটিকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ নিহত দু’জনের সুরতহাল তৈরী করে বলে পার্বতীপুর মডেল থানার তদন্ত অফিসার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এরিপোর্ট লেখা শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোন মামলা হয়নি।