শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় পীরগঞ্জ এলাকায় অবৈধ ভাবে ধান মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে।
পৌর শহরের রঘুনাথপুর টিএন্ডটি এলাকার মেসার্স হাসান ট্রেডার্সের একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার বস্তা ধান মজুদ করার অপরাধে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ১ লক্ষ টাকা জরিমানা করেন। উক্ত হাসান ট্রেডার্সের মালিক আলহাজ হাসান আলী জানান, ইউএনও রমিজ আলম আমার উপর ক্ষিপ্ত হয়ে নিয়ম বহির্ভূত ভাবে আমাকে জরিমানা করেছে।
এ ব্যাপারে রমিজ আলম জানায়, সিন্ডিকেটের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মেসার্স হাসান ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয় এবং তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।