Type Here to Get Search Results !

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লিহাজ উদ্দিন : পঞ্চগড়ে শীতার্তদের উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরন করেছে ঢাকার 'ফকির গ্রুপ' নামের একটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নুরানি তালিমুল কোরআন মডেল মাদ্রাসা ও গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এ শীতবস্ত্র বিতরন করা হয়। জানা যায়,ফকির গ্রুপের শাহজালাল ইসলামী ব্যাংক এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এর পক্ষ থেকে অসহায়,দুস্থদের মাঝে পাঁচশতাধিক কম্বল বিতরন করা হয়। এ সময় গরিনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু,ফকির গ্রুপ আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দীন,হিসাব শাখার সিনিয়র অফিসার আশরাফুজ্জামান,নুরানি তালিমুল কোরআন মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মকলেছুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা বলেন,দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ।তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।ফকির গ্রুপের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি।
বিভাগ