Type Here to Get Search Results !

জেলা তথ্য অফিসের উদ্যোগে সাদুল্লাপুরে নারী সমাবেশ

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে অক্টোবর-ডিসেম্বর ২০২৪ কোয়াটারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)'র আওতায় জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘোবেন্দ্রপুর গ্রামে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীরের সভাপতিত্বে এ নারী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মাসুদুর রহমান মাসুদ। নারী সমাবেশে বক্তারা, ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারী অধিকার,শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী, শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইভটিজিং ও পরিস্কার পরিচ্চন্ন ইত্যাদি বিষয়ে গুলো নিয়ে উপস্থিত নারীদের সাথে আলোচনা করেন।
বিভাগ