Type Here to Get Search Results !

ফিরে দেখা : চিলাহাটি ওয়েব ডটকম

সন্তান যেমন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হয়ে পৃথিবীর আলো দেখে। ঠিক তেমনি রংপুর বিভাগে তথা উত্তর জনপদের নীলফামারী জেলার সর্ব প্রথম অনলাইন নিউজ পোর্টাল 'চিলাহাটি ওয়েব ডটকম' যার ভূমিষ্ট হয় গত ২০১২ খ্রীস্টাব্দের ১২ ডিসেম্বর বিজয়ের মাসে।
রংপুর বিভাগে 'সব খবর সবার আগে' এ প্রতিপাদ্যকে ধারণ ও লালন করে পত্রিকাটি গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য বস্তুনিষ্ঠতার বিষয়ে কখনোই আপোষ করে না। এ কারনেই প্রশাসনসহ সব মহলে প্রশংসা কুড়িয়েছে। উত্তর জনপদের অবহেলিত পশ্চাদপদ ও দারিদ্র এলাকা নীলফামারী জেলার ডোমার উপজেলার সীমান্ত এলাকা চিলাহাটি।
আমরা জানি তথ্য প্রযুক্তির এ দেশে আমাদের কমিটমেন্ট হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের মেধা মনন কাজে লাগিয়ে দেশটাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কাম্য। আগামীতে দেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বের প্রিয় পাঠকদের কাছে পাঠক নন্দিত হবে এ পত্রিকাটি।
এমনটি প্রত্যাশায় এগিয়ে চলছি। 'চিলাহাটি ওয়েব ডটকম' এর পৃষ্ঠপোষকতা, বিজ্ঞাপনদাতা, প্রতিনিধিগণ, লেখক পাঠকসহ সব শ্রেণি পেশার মানুষের শুভ কামনা করি এই পঞ্চমবর্ষে পদার্পনের দিনে। আহ্বান করছি 'চিলাহাটি ওয়েব ডটকম' এর অনলাইন পত্রিকাটিতে চোখ রাখার এবং পাঠ করার জন্য। সেই সাথে সবার প্রতি আহ্বান গঠনমূলক পরামর্শ প্রদানের জন্য।
আর কয়েকদিন পরেই বিদায় জানাতে হবে ২০১৬ খ্রীঃ এবং স্বাগত জানাতে হবে ২০১৭ খ্রীঃকে। সবাইকে জানাই অগ্রিম শুভ হ্যাপি নিউ ইয়ার।

আসিফ ইমরান কবীর বসুনীয়া
সম্পাদক ও প্রকাশক
চিলাহাটি ওয়েব ডটকম