Type Here to Get Search Results !

পীরগঞ্জ পৌর শহরে পাকা সড়ক নির্মাণ কাজ উদ্বোধন


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও ) প্রতিনিধি : পীরগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্রে ২ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও পীরগঞ্জ থানা বিএনপি সভাপতি জাহিদুর রহমান জাহিদ এর উদ্বোধন করেন।
পৌর শহরের পূর্ব চৌরাস্তা থেকে শহীদ আবু ইসাহাক আলী সড়কের ২ কিলোমিটার দৈর্ঘ্য ও গড় ১৮ মিটার প্রস্থ সড়কটি আধুনিক রুপে নির্মাণ করার জন্যে পৌরসভা থেকে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার এম.এস কর্পোরেশন ১ কোটি ৪৮ লক্ষ টাকায় নির্মাণ কাজ সমাপ্ত করার জন্যে পৌরসভার সাথে চুক্তি করেন। চুক্তির পর থেকেই সড়কটির নিচের স্তরের কাজ সমাপ্ত করে মূল কার্পেটিং এর কাজ মঙ্গলবার থেকে শুরু করেন। সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।
ওই সময় পৌর কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ঠিকাদার বিপ্লব, প্রকৌশলী, সংবাদকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সড়কটি নির্মাণ কাজের শুরু থেকেই সরকারি নিয়ম অনুযায়ী করা হচ্ছে বলে পৌরসভার প্রকৌশলী ও সংশ্লিষ্টরা জানান।
বিভাগ