Type Here to Get Search Results !

১৬ জনের নামে মামলা দায়ের

শেখ সমসের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি মহল্লায় এক অসহায় পরিবারের বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে।
সন্ত্রাসীরা বাড়ি—ঘর ভাঙ্গচুর, লুটপাট করা সহ প্রায় ১৬ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে পীরগঞ্জ থানায় দাখিলকৃত এজাহার থেকে জানা গেছে।
ওই মহল্লার মোঃ আঃ রহিম এর পুত্র মোঃ সুলতান আলী মিত্রবাটি মহল্লায় গত ০৯/০৩/২০২৩ ইং তারিখে ১২৩৪ নং দলিল মূলে ও গত ২৩/০৩/২০২৩ ইং তারিখে ১৭০২ নং সাব কোবলা দলিল মূলে প্রকৃত মালিকের নিকট হইতে জমি ক্রয় করিয়া জমির চারিপাশে^র্ ইটের সীমানা প্রাচীর নিমার্ণ করিয়া ৩ কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর—বাড়ি নিমার্ণ করিয়া পরিবার সহ শান্তিপূর্ণ ভাবে বসবাস করেন।
গত ১৮/১০/২০২৪ ইং তারিখে এলাকার ১। আমিনুর রহমান ২। রকেট আলী ৩। পরিমল চন্দ্র রায় ৪। রবিন চন্দ্র রায় ৫। জয়ন্ত চন্দ্র রায় ৬। গোলাপ চন্দ্র রায় ৭। কৃষ্ণ চন্দ্র রায় ৮। প্রসেনজিৎ রায় ৯। অবিনাশ চন্দ্র রায় ১০। প্রদীপ চন্দ্র রায় ১১। বৈদ চন্দ্র রায় ১২। দীপ্তি রানী ১৩। দুলী রানী ১৪। আজবালা রানী ১৫। গেদো বেওয়া ১৬। কর্মনাথ রায় সহ অজ্ঞাতনামা ১০/১২ সন্ত্রাসী সুলতান আলীর বাড়িতে প্রবেশ করিয়া জানালা, ঘরের ইটের দেওয়াল, ঘরের টিন, সীমানার ইটের প্রাচীর ভাঙ্গচুর করিয়া ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন করা সহ ২টি বক্স খাট, ২টি কাঠের চৌকি, স্ট্রীলের আলমারি, কাঠের ওয়ার্ডড্রব, কাঠের সোফা সেট, পানির পাম্প, জেনারেটর, কাঠের ৩টি দরজা, লোহার ৬টি জানালা, ৩টি সেলিং ফ্যান, লোহার ১টি বড় সদর দরজা, ৫টি তালা, স্ট্রীলের আলমারির ভিতরে থাকা ৪ ভরি স্বর্ণের স্বণার্লংকার, ঘর বাড়ি নিমার্ণের ১০ হাজার ইট, কাঠের ড্রয়িং টেবিল, ৬টি কাঠের চেয়ার, ১টি বাই সাইকেল, ৫ বস্তা চাল, কাঠের ওয়ার্ডড্রবে থাকা নগদ ৪০ হাজার টাকা, একটি জাপানি টর্চ লাইট, ১টি টিউবওয়েল, অফিসের প্রয়োজনীয় কাগজপত্র, কাপড়—চোপড় সহ মোট ১৬ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুটপাট করিয়া সুলতান আলীর অনুপস্থিতিতে লইয়া যায়। এই ব্যাপারে সুলতান আলী শুক্রবার ১৬ জনের নামে ও অজ্ঞাত নামা ১০/১২ জন ব্যক্তির নামে পীরগঞ্জ থানায় দাখিল করেছেন। পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার জানান, এজাহার পেয়েছি, দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ