Type Here to Get Search Results !

পঞ্চগড়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : "এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন" এই শ্লোগানে পঞ্চগড়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নিশাত আনজুম মারফির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, বিগত কয়েক বছরের তুলনায় দেশের নারীদের জরায়ু মুখ ক্যান্সার রোগটি বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারন হল একাধিক ও অনিরাপদ যৌন মিলন, পুরুষদের ধূমপান করা, নারীদের পরিস্কার পরিচ্ছন্ন না থাকা, অনিয়মিত মাসিক বা স্রাব। তবে এ থেকে সচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ এড়ানো সম্ভব। এ লক্ষ্যে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের বিনামূল্যে একটি করে টিকা দেয়া হবে। এ উপলক্ষে ৫৭ হাজার জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এরই মাঝে ১৫ হাজার ৭৭৩ জন টিকা গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন করেছেন। যার মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া ৪০ বছর বয়সী নারীদের জরায়ু মুখে কোন সমস্যা দেখা দিলে তারা জেলা হাসপাতালে ভায়া টেস্ট করে রোগ নির্নয় করতে পারেন। সেক্ষেত্রে সরকারি ফি ৫ হাজার টাকা দিয়ে একটি টিকা গ্রহণ করতে হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড় করতোয়া কারেক্টরেট আর্দশ শিক্ষা নিকেতনে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ