ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে সাসেক প্রকল্পের উচ্ছেদ অভিযানের পর ধ্বংসাবশেষ অপসারণ কাজ শুরু করেছে পৌরসভা !
২৮ ফেব্রুয়ারী বুধবার সাসেক প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে পলাশবাড়ী উপজেলা প্রশাসন, পলাশবাড়ী পৌরসভা,পলাশবাড়ী থানাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহায়তা করে।
উচ্ছেদ অভিযান পরিচালনার পরে যেসব প্রতিষ্ঠান নিজ উদ্যোগে পরিত্যাক্ত ইট পাথর অপসারণ করেনি তা পৌরসভার উদ্যোগে অপসারন করতে দেখা যায়।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে অপসারণ কাজ। ফলে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে।
পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব বলেন মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন কাজে সহযোগিতা করছে পৌর সভা।