শেখ সমসের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় সোমবার দুপুর ১২টায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
প্রতি বছর ফাল্গুন ও চৈত্র মাস এলেই অগ্নি কান্ডের ঘটনা বাড়ে। মানব সৃষ্ট অগ্নিকান্ড অল্প সময়ের মধ্যে নির্বাপণ করার বিভিন্ন কলা কৌশল শেখানো হয় মহড়ায়।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কতৃর্পক্ষ এর আয়োজন করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম, ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী, থানা সেকেন্ড অফিসার এস.আই মোঃ হালিম সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং গ্রাম্য পুলিশ বাহিনীও প্রশিক্ষণ অংশ নেয়।
ফলে অগ্নিকান্ড ঘটলে দ্রুত তা নিভিয়ে দেওয়ার যে কৌশল শিখেছেন তা বাস্তবে প্রয়োগ করা হলে জনগণ এর সুফল পাবে বলে সুশীল সমাজ মনে করেন। পীরগঞ্জ থানায় পুলিশ বাহিনীর সদস্যরা সফল ভাবে এর প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ বা মহড়া চলাকালীন সময়ে পুলিশ বাহিনী, গ্রাম্য পুলিশ বাহিনীর পাশাপাশি স্থানীয় লোকজনও কৌশল শিখেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষে অগ্নি নির্বাপন মহড়ায় কৌশল শেখান লিডার শওকত হোসেন।