চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী চিলাহাটিতে অনুমোদন বিহীন ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে অনিবন্ধিত এ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী জানান- লাইসেন্স ও নিবন্ধন বিহীন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য বিভাগের ২য় দিনের অভিযানে চিলাহাটি ডায়াগনস্টিক সেন্টার নামক একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিশেষে তিনি আরও বলেন আগামীতেও এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে পরিচালনায় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান, স্বাস্থ্য সহকারী অজয় চন্দ্র রায়, মাহবুবুল হক ও জিকরুল ইকবাল লিমন প্রমুখ।