চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে কৃষি প্রণোদনা ৮ বস্তা সারসহ ভ্যান চালকের আটক করেছে এলাকাবাসী। শনিবার সকালে চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- চলতি মৌসুমে কৃষকদের জন্য সরকার থেকে সার ও বীজ দেওয়া হয়। অথচ ভোগডাবুড়ী ইউনিয়নের কৃষকরা কোন সার ও বীজ পায়নি।
গত ১ জুলাই দুপুরে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৮ বস্তা সার আনিসুর রহমানের ভ্যানে নিয়ে যাচ্ছিল ওই ইউনিয়ন পরিষদ সংলগ্ন পান দোকানদার রাকিবুল ইসলাম। এ সময় সারসহ ভ্যান চালককে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী।
এ ব্যাপারে ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু জানান- এই ছেলে সার কোথায় পেল, তা আমি খতিয়ে দেখছি।
এদিকে সার ও বীজ না পাওয়ায় ইউপি সদস্য আমিনার রহমান বিএস নূরনবী এর কাছে জানতে চাইলে তিনি জানান ভোগডাবুড়ী ইউনিয়ন এর জন্যে কোন বরাদ্দ নেই।
এ নিয়ে গত ১৯ জুন ডোমার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন আমিনার রহমান।
অভিযোগে প্রেক্ষিতে জানা যায়- ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকরা সার ও বীজ পেলেও ভোগডাবুড়ীর কৃষকরা কোন সার ও বীজ পাইনি।
ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান- ভোগডাবুড়ী ইউনিয়নের জন্য সম্ভবত ১৫০ জন কৃষকের নামে বরাদ্দ দেয়া হয়েছে।