Type Here to Get Search Results !

পীরগঞ্জে শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ১৫ই আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন রবিবার প্রস্তুতি মূলক সভার আয়োজন করেন। এছাড়া ৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী ও ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত, ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠাতা অধ্যাপক ফয়জুল ইসলাম, জাপার সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, সাংবাদিক মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর নবী চঞ্চল, রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভাগ