লিটন প্রধান, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নীলফামারী জেলার চিলাহাটিতে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে ৫৬ বিজিবি চিলাহাটি কোম্পানি সদর এর আয়োজনে বক্তব্য রাখেন চিলাহাটি সদর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার দিলীপ কুমার। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী চিলাহাটি ইউনিট ইনচার্জ এএসআই নেছারউজ্জামান, ৫৬ বিজিবি চিলাহাটি কোম্পানি সদর এর হাবিলদার মাইন উদ্দিন, হাবিলদার রোস্তম আলী, নায়েক মোফাজ্জল মৃধা, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনী চিলাহাটি ইউনিটের সিপাহী সাজ্জাদুর রহমান, রনজিৎ রায়সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।