Type Here to Get Search Results !

বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : "নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম দিন সোমবার (২৪ জুলাই) সকালে বিরামপুর উপজেলা মৎস্য অধিদপ্তর এর বাস্তবায়নে উপজেলা কনফারেন্স রুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন এর সভাপতিত্বে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন,দেশের শ্রেষ্ঠ মাছ চাষের প্রথম পুরস্কার প্রাপ্ত বিরামপুর উপজেলার তাজ এগ্রো ফার্মের মালিক আবু সালেহ মো. তারেকসহ অনেকে। মতবিনিময় সভায় বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন বলেন,জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ সোমবার থেকে শুরু যা চলবে ৩০ জুলাই পর্যন্ত।দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্যসম্পদের গুরুত্ব, মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধিতে জনগণকে সম্পৃক্ত করা।এছাড়াও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতিবছরের মতো এবারও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন করা হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সারা দেশের ন্যায় বিরামপুর উপজেলায় সপ্তাহব্যাপী মতবিনিময় সভা ও সেমিনার আয়োজন, র‌্যালি, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যচাষিদের জন্য বিশেষ পরামর্শ সেবা প্রদান ও প্রশিক্ষণ আয়োজন, দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে মাছচাষে সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কৃত করাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।এসময় জব্দকৃত অবৈধ ২ টি কারেন্ট জাল বিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এবং বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন এর সামনে আগুন পুড়ে ধ্বংস করা হয়।
বিভাগ