বিশেষ প্রতিনিধি :-“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৪ই জুলাই উপজেলা পরিষদের হলরুমে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহমাদুল হাসান । এসময় উপজেলা উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সায়েম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বারী রুকুসহ সরকারি কর্মকর্তা,মৎন্যচাষী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভ্পাতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোঃ মাহমাদুল হাসান বলেন উন্মুক্ত জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাপ্ত সুফলের দারা মৎস্যজীবী ও মৎস্যচাষি তথা বাংলাদেশের অর্থ সামাজিক ক্ষেত্রে কাংক্ষিত উন্নয়ন সাধনে অবদান রাখবে বলে তিনি মনে করেন।