Type Here to Get Search Results !

পীরগঞ্জ সরকারি কলেজে ৯টি বিষয়ে অনার্স কোর্স চালু

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ সরকারি কলেজে সাড়ে ২৩ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন হয়েছে। ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এ কলেজে। বর্তমান সরকারের আমলে এ কলেজটিতে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হওয়ায় কলেজের দৃশ্যপট পাল্টে গেছে। শিক্ষার মান উন্নয়নে কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক কামরুল হাসান সহ সংশ্লিষ্টরা আন্তরিক ভাবে কাজ করছেন। অধ্যক্ষ ও ভাইস প্রিন্সিপাল প্রশাসনিক কাজের পাশাপাশি রুটিন মাফিক তারা নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছেন। কলেজ সূত্রে জানা গেছে, সরকারি ৮ কোটি ৬১ লক্ষ ১৪ হাজার ৯৮৭ টাকায় ৬ তলা উন্নতমানের একাডেমিক ভবন, ৭ কোটি ২৯ লক্ষ ৪৭ হাজার ৮১১ টাকা ব্যায়ে ৫ তলা ১৬৪ শয্যা বিশিষ্ট ছাত্র হোস্টেল, ৭ কোটি ২৯ লক্ষ ৬৬ হাজার ৯৮৬ টাকা ব্যায়ে ১৫২ শয্যা বিশিষ্ট ৫ তলা ছাত্রী হোস্টেল এবং ৩৬ লক্ষ টাকা ব্যায়ে পানি উন্নয়ন বোর্ড কতৃর্পক্ষ লাচ্ছি নদীর ভাঙ্গন থেকে ছাত্র হোস্টেল সুরক্ষা বাদ নির্মাণ করা সহ কলেজে সাড়ে ২৩ কোটি টাকার উন্নয়নমূলক কাজ সমাপ্ত হয়েছে। যে কোন সময় তা কলেজ কতৃর্পক্ষকে হস্তান্তর করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান কতৃর্পক্ষ। ৬ তলা একাডেমিক ভবন ঠাকুরগাঁও জেলার জিলানী রাম বাবু, ৫ তলা ছাত্র হোস্টেল ঝিনাইদহ জেলার মিজানুর রহমান, ৫ তলা ছাত্রী হোস্টেল কুষ্টিয়া জেলার সৈকত এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। এসব উন্নয়নের জোয়ার দেখে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মনে আনন্দ বিরাজ করছে। বর্তমানে এই কলেজে বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্টবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান সহ মোট ৯টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। ৯টি কোর্সে ১ হাজার ৭৯৫ জন ছাত্র, ১ হাজার ২১৯ জন ছাত্রী সহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৩ হাজার ১৪ জন শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। এছাড়া ডিগ্রি পাস কোর্সে ১ হাজার ৫৩ জন ছাত্র, ৫৮৪ জন ছাত্রী এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ১ হাজার ১৯ জন ছাত্র ও ৬৮১ জন ছাত্রী সহ এই কলেজে মোট ৬ হাজার ৩৫২ জন ছাত্র—ছাত্রী ভর্তি রয়েছে। শিক্ষকের পদ সংখ্যা ৪৬ জন হলেও বর্তমানে ২৯ জন গুনী শিক্ষক এ কলেজে কর্মরত আছেন। ১৭ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন এর নেতৃত্বে সকল শিক্ষকরা আন্তরিক ও দক্ষতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। ১৭টি শিক্ষকের পদ শূন্য থাকায় অনেক শিক্ষককে অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। ফলে তাদের পরিশ্রম বাড়ছে। শিক্ষা মন্ত্রণালয় কতৃর্পক্ষকে শূন্য পদের শিক্ষক গুলো এ কলেজে দ্রুত পোষ্টিং দেওয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন। এছাড়া সরকারি এ কলেজটিতে বিজ্ঞান ও মানবিক বিভাগের আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলির অনার্স কোর্স চালু করা সহ মাষ্টার্স কোর্স চালু করার দাবী উঠেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এ ব্যাপারে সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন জানান, বর্তমানে এ কলেজে ব্যাপক উন্নয়ন হয়েছে। বহিরাগত লোকদের কলেজে প্রবেশ নিষেধ করা সহ নানা মুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শূণ্য পদের শিক্ষক দ্রুত পোষ্টিং দেওয়া হলে শিক্ষকদের পরিশ্রম কিছুটা কমবে। তিনি বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
বিভাগ