এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ তাজ উদ্দিন।
৩৫ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিদায়ী ইউএনও রাশিদা আক্তারের কাছে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও তাজ উদ্দিনকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
নবাগত ইউএনও তাজ উদ্দিন এর পূর্বে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।