Type Here to Get Search Results !

পীরগঞ্জে হোটেলে সন্ত্রাসী হামলা : গুরুতর আহত ২

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ সরকারি হাসপাতালের সামনে বৃহস্পতিবার দুপুর ২টায় এক হোটেলে সন্ত্রাসী হামলা হয়েছে। ২ জন গুরুতর আহত হয়ে পীরগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে ভাকুড়া চাফালু পাড়া এলাকার মৃত নুরুল হক এর পুত্র শের আলী হাসপাতালের পূর্ব পাশে^র্ আদর্শ মুন্সির হোটেলে সন্ত্রাসী হামলা হয়েছে। ওই গ্রামের মৃত. পাঞ্জাবত পাড়ার খোরশেদ আলী এর পুত্র মজিবর রহমান(৩৫) ও মৃত মজির উদ্দীন এর পুত্র খোরশেদ আলী (৫৫) হোটেলে হামলা চালিয়ে মাছ-মাংস, ভাত, ডাল, ডিম, সবজি, মাটিতে ফেলিয়া দিয়া ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করেন। এছাড়া হোটেলের ক্যাশ বাক্স ভাঙ্গিয়া মজিবর রহমান ৭০ হাজার টাকা চুরি করিয়া নেয়।
এছাড়া ওই দুই ব্যাক্তি শের আলী এর স্ত্রী ববিতা বেগম কে মারপিট করিয়া শ্লীলতাহানী করেন বলে শের আলী পীরগঞ্জ থানায় দাখিলকৃত এজাহারে বর্ণনা করেন। অপর দিকে শের আলীর পুত্র আহসান হাবীবও আহত হয়েছেন। এব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই ব্যক্তির নামে শের আলী বাদী হয়ে পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
বিভাগ