চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে পচা-বাসি মাংস বিক্রি করায় পিতা ও পুত্রকে ধরে নিয়ে গেছে পুলিশ। এলাকাবাসী চিলাহাটি ওয়েবকে জানায়- চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর শেটের কামাত এলাকার মৃত.হজরত উদ্দীন এর ছেলে মোশাররফ হোসেন (৫৯) দীর্ঘ দিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করে আসছে। গত ২৩ জুন (শুক্রবার) একটি মহিষ জবাই করে। মাংস বিক্রি করার পর অবশিষ্ট মাংস পাশ্ববর্তী দোকানদার সামিউল হক এর ফ্রিজে রাখে। ফ্রিজে কোন কারনে মাংস পচে গিয়ে পোকা ধরে। আর সেই মাংস মোশাররফ ও তার ছেলে গত ২৬ জুন (সোমবার) আবুল মেম্বারের চৌরাস্তায় বিক্রির সময় এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলে।
ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে বোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে স্যানেটারী ইন্সেসপেক্টার,সহকারী প্রাণী-সম্পদ কর্মকর্তাসহ মেডিকেল টিম পাঠায়। তারা ঘটনার সত্যতা নিশ্চিত করলে মাংস ব্যাবসায়ী বাবা-ছেলেকে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ নিয়ে যায়।
এ ব্যাপারে ডোমার থানা ওসি মাহমুদ-উর- নবী চিলাহাটি ওয়েবকে জানান- তাদের বিরুদ্ধে আইনগত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে।