চিলাহাটি ওয়েব ডেস্ক : উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী এলাকা চিলাহাটির এককালের একমাত্র চিকিৎসা সেবা প্রতিষ্ঠান চিলাহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্র পুনরায় চালু এবং নব নির্মিত চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নিয়মিত কার্যক্রম চালু করনের দাবিতে মানববন্ধন করেছে চিলাহাটির সর্বস্তরের জনগণ।
চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদ এর আয়োজনে আজ শনিবার অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- ভোগডাবুড়ি ইউপি সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম লিটন, চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের সহ-সভাপতি মতিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক ওহাবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন, কার্যকরী সদস্য কামরুল আহসান লিজন।
সমাপনী বক্তব্য রাখেন উক্ত সংগঠনটির সভাপতি আহসানুল কবীর জুয়েল বসুনীয়া।
উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আপেল বসুনীয়া।
মানববন্ধনে বক্তারা বলেন- উপ-স্বাস্থ্য কেন্দ্রটি চালু থাকাবস্থায় অনেক অসহায় গরীব রোগীরা সেখানে ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ঔষধ পেত। স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হওয়ার পর থেকে এলাকার মানুষ স্বাস্থ্য সেবাও পাচ্ছে না। কেউ অসুস্থ্য হলে প্রায় ২২ কিলোমিটার দুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।