বন্ধু আমার
॥ সাহানুকা হাসান শিখা ॥
(আমার প্রিয় বন্ধু, অনিন্দ্যা সিকোয়েরা কে উৎসর্গ করলাম। তাকে নিয়েই আমার এই ক্ষুদ্র লেখাটি। সে একজন বিশিষ্ট বাচিক শিল্পী, তার অসাধারণ কণ্ঠ এবং বাচনভঙ্গি। সে ভারতের মুম্বাই শহরে বসবাস করছে। )
বন্ধু আমার প্রিয় সারথী,
নিও ভালোবাসা প্রীতি।
তোমার উপদেশ অর্ঘ্য আমার
হবে যে যথারীতি।
তুমি চেয়েছো দেখতে আমাকে
নতুন রূপ লাবন্যে,
তাজা ধূপের গন্ধে ভরা
আলোকিত বর্ণে।
আশির্বাদ করো হে বন্ধু
পাই যেন আমি মুক্তি।
কতবার ভাবি,কতো করে খুঁজি,
পাই না কোন যুক্তি।
যদিও তুমি অনেক দূরে
করছো বসবাস।
হৃদয় মাঝে হৃদয় বিছিয়ে
নিচ্ছো যে নিঃশ্বাস।
ইথার ঢেউয়ে আসছে ভেসে,
তোমার কথার সূর।
আমার প্রাণে বাজছে বীণা
আসলো নতুন ভোর।
বন্ধু তুমি ছায়ার মতো
থাকো আমার পাশে।
মাঠের বুকে সবুজ ঘাসে,
শেফালী যেমন হাসে।