Type Here to Get Search Results !

পীরগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জনতার ঢল

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :  পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সভায় জনতার ঢল নেমেছে। প্রায় ৫০ হাজার লোকের সমাগম হয়েছে। আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্বাধীনতার স্বপক্ষের জনতার মাঝে আনন্দের বন্যা বইছে।
আজ শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচীর আয়োজন করেন। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করেন। শোভাযাত্রায় গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী যানযাবন ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি, টম টম গাড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহনে নৌকা প্রতীক লাগিয়া শহর প্রদক্ষিন করে।
উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ প্রায় ৫০ হাজার মানুষ আনন্দ র‌্যালিতে অংশ নেয়। সাবেক এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হকের বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে জনতার ঢল নামে। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আনন্দ র‌্যালিটি পৌর শহর প্রদক্ষিন করে পূর্ব চৌরাস্তায় আলোচনা সভায় মিলিত হয়।
বক্তব্য দেন- সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরগঞ্জ সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ কৃষ্ণ মোহন রায়, শামীমুজ্জামান জুয়েল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক এমপি ইমদাদুল হকের সহধর্মিনী সেতারা হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ারা হক বুলবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক ইফতেখারুল ইসলাম ধ্রুব, যুবলীগ সভাপতি খোরশেদ আলম মোল্লা, ছাত্রলীগ সভাপতি তানভীর রহমান মিঠু প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগ