Type Here to Get Search Results !

যুক্তরাজ্য প্রবাসী কবি লুৎফুর রহমান চৌধুরীকে সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর কর্তৃপক্ষ ১৯মে/২৩ রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় পৌরসভার সভাকক্ষে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী কর্তৃক যুক্তরাজ্য গমন উপলক্ষে নবীগঞ্জের কবি মহল এক হৃদ্ধিক সভার আয়োজন করা হয়। সভায় যুক্তরাজ্য অবস্থানরত বাংলাদেশী নাগরিক বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিবকে সম্মাননা প্রদান করা হয়। 
কবি বলেন ভালোবেসে বুকে টেনে নিয়ে সুবাসিত গোলাপ মেয়র ছাবির আহমদ সহ নবীগঞ্জের কবি মহল এক পবিত্র বন্ধনে আবব্দ করে গেঁথে তৈরী করেছেন সুন্দর একটি মালা। সেই মালার অনেক ভারী। সেই মালার যতাযত মূল্যায়ন দিতে পারলেই নিজের জীবন সার্থক মনে করবো। সবাই দোয়া করবেন আপনাদের ভালোবাসা বাক্সটি যেন হৃদয়ের গভীরে যতন করে রাখতে পারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আফতাব আল মাহমুদ, গীতিকার আলী আমজাদ মিলন ও নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদের সভাপতি কাজী এম হাসান আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার বিশ্বাস, বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রণব চন্দ্র দেব, কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, মোঃ আবুল কালাম মিঠু প্রমুখ। 
কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী'র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নহরপুর শাহজালাল মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম ইউসুফ এবং পবিত্র গীতাপাঠ করেন কবি নয়ন দাশ। স্বরচিত কবিতা পাঠ করেন গীতিকবি গোপাল রায়, কবি মোহাম্মদ আলী বাহার, ইব্রাহীম ইউসুফ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কবি এম এ ওয়াহিদ লাভলু, মাওঃ ফয়সাল তালুকদার, ওয়াহিদুজ্জামান জুয়েল, মো. সাহেদুর রহমান, পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক রতন কিশোর রায়, সুকান্ত দাশ ও হিরক রায়, প্রমতেশ কুমার দেব, মাওঃ আবুল হোসাইন, মোঃআশরাফুল ইসলাম বাবলু, মনোয়ার হোসেন আবদাল, জি. আর. এম জাহাঙ্গীর শাহ, আবু মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন নবীগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এসময় কবি আবেগে আল্পুত হয়ে অশ্রুসজল চোখে বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব পৌরসভার স্বনামধন্য মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ নবীগঞ্জের কবি মহল আমাকে এক পবিত্র ভালোবাসা দিয়ে সম্মানিত করায় আমি পৌর কর্তৃপক্ষ কবি মহল সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, যুক্তরাজ্য অবস্থানরত বাংলাদেশী নাগরিক বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক মানব বার্তা পত্রিকার কবতিার আসরে একজন নিয়মিত লেখক।