Type Here to Get Search Results !

চিলাহাটিতে বিষ ছিটিয়ে মুরগি মেরে ফেলার অভিযোগ

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে বাদাম খেতে বিষ ছিটিয়ে একাধিক মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে।
জানা গেছে- জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল খালেক (গোয়াল) এর ছেলে আল-আমিন তার বাদাম খেতে মুড়ির সঙ্গে বিষ মাখিয়ে ছিটিয়ে দেয়। এতে ছিলাম এর পুত্র আব্দুল সাত্তার এর প্রায় ২০ থেকে ২৫ টি মুরগি মারা যায়।
আব্দুল সাত্তার এর বড় ভাই হামিদুল ইসলাম অভিযোগ করে বলেন- সে তার জমিতে বিষ দেবে সেটা ঠিক আছে, তবে আমাদেরকে তা জানানো উচিত ছিল এবং বিষ দেয়ার পর জমিতে লাল ফ্লাক দেওয়ার দরকার ছিল। কিন্তু সে তার কিছুই করেনি।
জমিন মালিক আল-আমিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন।