Type Here to Get Search Results !

পীরগঞ্জে দুম্বার মাংস বিতরণ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা প্রশাসন সরকারি নিয়ম অনুযায়ী এবং শান্তিপূর্ণ পরিবেশে দুম্বার মাংস বিতরণ করেছে। বিশুদ্ধ ও নিরাপদ মাংস পেয়ে বীর মুক্তিযোদ্ধা, এতিম শিশুরা ও দুস্থ মানুষ খুশি হয়েছে।
সৌদি আরব থেকে আগত এসব দুম্বার মাংস বুধবার রাতে উপজেলা প্রশাসন সুশৃঙ্খল পরিবেশে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় এতিম শিশুদের ও পৌর এলাকা সহ উপজেলার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ