আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি হতে ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন বগি (নতুন ব্র্যান্ডে) চলাচল করবে বলে রেলওয়ে সূত্র মতে জানা গেছে।
তাহলে কি চিলাহাটিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে না। চিলাহাটিবাসী দীর্ঘদিন থেকে দাবি করে আসছে চিলাহাটি-ঢাকা রুটে দিবাকালীন একটি আন্তঃনগর ট্রেন চালুর জন্য।
সম্প্রতি রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন চিলাহাটি পরিদর্শনকালে চিলাহাটিবাসীকে দিবাকালীন চিলাহাটি-ঢাকা একটি আন্তঃনগর ট্রেন দেওয়ার আশ্বাস দেন। এবং তিনি বলেন যে "চিলাহাটি এক্সপ্রেস" নামে চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত দিবাকালীন আরেকটি আন্তঃনগর ট্রেন চলবে।
অপরদিকে এই ট্রেনটির পরিবর্তে বর্তমান চলাচলকারী চিলাহাটি-ঢাকা রুটে আন্তঃনগর নীলসাগর ট্রেনটির বগি পরিবর্তন করে নতুন আঙ্গিকে নতুন ডিজাইনের বগি দেওয়া হবে বলে রেলওয়ে সূত্র মতে জানা গেছে।