আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে আজ শুক্রবার রাত ৯ টায় চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়।
ছাত্রলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জিয়াউল কবির জিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম বসুনীয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান রাকিব আহসান প্রধান, আওয়ামীলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি আদুল আজিজ হারিজ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক ভবানী রায়, যুবলীগ সভাপতি মোনা শাহ, সেচ্ছাসেবক লীগ সভাপতি আরিফুল ইসলাম মহব্বত, সাধাঃসম্পাদক আব্দুর রশিদ, তাতিলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি চিত্ত রন্জন রায়, ছাত্রলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মেহেদী হাচান,যুগ্ন সম্পাদক লাবু হাচান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সাধাঃসম্পাদক আশরাফুল ইসলাম।
অপরদিকে ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ দিবসটির যথাযথ মর্যাদায় পালন করে।