Type Here to Get Search Results !

পীরগঞ্জে ভোক্তা অধিকার দিবস উদ্যাপন


শেখ সমশের আলী, পীরগঞ্জ প্রতিনিধি : ‘‘নিরাপদ জ্বালানি ভোক্তা বান্ধন পৃথিবী’’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে বুধবার পীরগঞ্জে ভোক্তা অধিকার দিবস উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন শহরে বণাঢ্য র‌্যালি প্রদর্শন করেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ভোক্তা অধিকারের গুরুত্ব সর্ম্পকে পণ্য ক্রেতা-বিক্রেতা ও জনগণকে সচেতন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আলহাজ শামীম আকতার, সাংবাদিক মোশাররফ হোসেন, পৌরসভা সেনেটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, হাসপাতাল প্রতিনিধি বকুল আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভাগ