শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি: নির্মল, পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত পরিবেশে মঙ্গলবার পীরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নের বেগুনগাঁও বিজিবি উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপি চক্ষু রোগীদের বিনামূলে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। দিনাজপুর জেলার বিরল উপজেলার ফরক্কাবাদ এলাকার মাজেদা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ খন্দকার মোঃ আবুল এহসান এর আয়োজন করেন। ওই প্রতিষ্ঠানের সিনিয়র চক্ষু চিকিৎসক ডাঃ আয়েশা সিদ্দিকা শতাধিক চক্ষু রোগীকে বিনামূলে চক্ষু চিকিৎসা প্রদান করেন। হত-দরিদ্র চোখে ছানি পরা রোগীদের বাছাই করে মাজেদা চক্ষু হাসপাতালে ভর্তি করে তাদের কে ল্যান্স সংযোজন করার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই সময় ওই হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আক্কাস আলী, সেবিকা তামান্না, ট্রেনিং নার্স সুমাইয়া, সেবিকা সুমনা, ড্রাইভার বেলাল হোসেন, চিকিৎসক আয়েশা সিদ্দিকা কে সার্বিক সহায়তা করেন।