আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে রেনু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুর ১২টায় চিলাহাটি সরকারি কলেজ গেটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা রেনু হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য- গত ২৮ ডিসেম্বর চিলাহাটির ভোগডাবুড়ি ইউনিয়নের কারেঙ্গাতলী এলাকায় তিন সন্তানের জননী রেনু আক্তারকে জবাই করে হত্যা করে স্বামী গোলাম মোস্তফা বুলু। প্রায় দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ আসামিকে না ধরায় এ মানববন্ধন কর্মসূচি করেছে অসহায় পিতা।
তার পিতা খয়রুল ইসলাম বলেন- গত ২৮ ডিসেম্বর আমার মেয়ে রেনু আক্তারকে তার স্বামী বুলু জবাই করে হত্যা করে। প্রায় দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ এখনো আসামি ধরছেনা। মানববন্ধনে আমি আমার মেয়ের জামাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পুলিশ যদি আসামিদের দ্রুত গ্রেপ্তার না করে তাহলে আমি কঠোর অনশনে যাব।