Type Here to Get Search Results !

চিলাহাটিতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত


আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির খানকায়ে কারামতিয়া শরীফ কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল হযরত মাওলানা শাহ্ মোঃ ইউনুছ হাশমী জৌনপুরী (রাঃ) এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী বাৎসরিক ইছলে ছাওয়াব মহফিলের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। দূর-দুরান্ত থেকে হাজার হাজার পুরুষ/ মহিলারা এই আখেরী মোনাজাতে অংশ গ্রহন করে। 
দোয়া পরিচালনা করেন খানকায়ে কারামতিয়া শরীফ কমপ্লেক্স এর পরিচালক আলহাজ্ব মাওঃ সৈয়দ মাসরুর আল মাসুম। তিনি জানান- প্রতি বছরের ন্যায় এ বছরও সুষ্ঠ ও সুন্দর পরিবেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।