আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ভোগডাবুড়ী ও কেতকীবাড়ি ইউনিয়ন সরকারি প্রাথমিক বহুমুখী শিক্ষক সমবায় সমিতির দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে ভোগডাবুড়ী ও কেতকীবাড়ি ইউনিয়ন সরকারি প্রাথমিক শিক্ষক সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার কানুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ১ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, সহকারী শিক্ষা অফিসার রাকিবুল হাসান,ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম ফিলিপ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ এর সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, অধ্যক্ষ আইয়ুব আলী, চিলাহাটি মার্চেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক জিল্লু প্রমূখ্য।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন ভোগডাবুড়ী ও কেতকীবাড়ি ইউনিয়ন সরকারি প্রাথমিক শিক্ষক সমবায় সমিতির সম্পাদক কারিমুল ইসলাম মিলাল।