Type Here to Get Search Results !

ইভিএমে ভোট শিক্ষণ কার্যক্রম জোরদার : ভোটাররা খুশি

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : ঠাকুরগাঁও - ৩ আসনের উপনির্বাচনে সংশ্লিষ্ট প্রশাসন ইভিএমে ভোট শিক্ষণ কার্যক্রম জোরদার করেছে। সহজ ভাবে ভোট শিখতে পেরে ভোটাররা বেশ খুশি। প্রার্থীর প্রতিকের বাম পাশে সাদা বাটন টিপলেই এবং সবুজ রংয়ের বাটন সহ মোট ২টি বাটন টিপলেই একজন ভোটারের ভোট সঠিক হয়েছে বলে তৎক্ষনিক ইভিএম ভোটারকে জানিয়ে দিবেন। রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জি.এম সাহাতাব উদ্দিন এর নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার মোঃ মনজুরুল হাসান পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট  শাহরিয়ার নজির, পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ তকদির আলী সরকার, হরিপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার দলিল উদ্দিন সহ সংশ্লিষ্টরা পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে এবং ভোট কেন্দ্রে রবিবার সকাল দশটায় ইভিএম মেশিন স্থাপন করেছে। প্রশিক্ষকদের নিয়ে ভোটারদের সুবিধার্থে ইভিএমে ভোট শিক্ষণ কার্যক্রম ব্যাপক ভাবে জোরদার করেছে। ওইদিন পীরগঞ্জ উপজেলার বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়, পৌরসভা কার্যালয়, আরএম বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র সহ বিভিন্ন ভোটকেন্দ্রে এবং রানীশংকৈল উপজেলায় একই কার্যক্রম চলছে। ভোটারদের ইভিএমে ভোট শিখানোর জন্যে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যাপক হারে ভোটারদের উদ্দেশ্যে মাইকিং করা হয়। মাইকিং শুনে রবিবার অসংখ্যা ভোটাররা ইভিএমে ভোট শিক্ষণ কেন্দ্রে এসে সহজ পদ্ধতিতে ভোট শিখতে পেরে খুশি হয়েছেন ভোটাররা। নির্বাচনকে সামনে রেখে সকল স্থরের প্রশাসন তৎপর রয়েছে। পীরগঞ্জ উপজেলায় ৯৭ হাজার ৪শ ৯৩ পুরুষ ভোট, ৯৫ হাজার ৪শ ৩৫ মহিলা ভোট সহ ১ লাখ ৯২ হাজার ৯শ ২৮ ভোট এবং রানীশংকৈল উপজেলায় ৬৭ হাজার ৭শ ১৭ পুরুষ ভোট, ৬৪ হাজার ৯৬ নারী ভোট সহ ১ লাখ ৩১ হাজার ৮শ ১৩ ভোট সহ দুই উপজেলায় মোট ৩ লাখ ২৪ হাজার ৭শ ৪১ ভোট রয়েছে। পহেলা ফেব্রুয়ারী ২০২৩ বুধবার এ আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিভাগ