চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে বিষপানে প্রতিবন্ধী গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানা গেছে- চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ডিয়ারডাঙ্গয় নেহারুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী ফ্রেন্সী আখতার (৩০) গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষপান করে।
এলাকাবাসী দ্রুত তাকে বোড়াগাড়ী হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে রংপুরে নিয়ে যাওয়ার কথা বলে কর্তব্যরত ডাক্তার।
তাকে রংপুর নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।