Type Here to Get Search Results !

চিলাহাটিতে নিজের মেয়ের কপাল কেটে হাসপাতালে ভর্তি

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে পারিবারিক ঝগড়া বিবাদের জেরে নিজের ৩ বছরের শিশু কন্যার কপাল কেটে হাসপাতালে ভর্তি করেছে নিজ পিতা। ঘটনাটি ঘটেছে চিলাহাটির গোসাইগঞ্জ গ্রামের জোরঘুন্টি নামক এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে- চিলাহাটির গোসাইগঞ্জ জোরঘুন্টি এলাকার মৃত. বাবুল হোসেন ও সুফিয়া বেগমের ছেলে সাইফুল আলম বাপি (২৮) দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের বাড়ির সংযোগে ঝুঁকিপূর্ণ খোলা তার দিয়ে আবাদি জমিরতে একটি মোটর বসিয়ে সেচ পাম চালু করে। তার চাচা রিয়াজ উদ্দিনের বাড়ির উপর দিয়ে ঝুঁকিপূর্ণ তারে সেচ পাম্প চালালে তিনি বেশ কয়েকবার নিষেধ করেন। কিন্তু বাপ্পি সে কথা না শুনে তার মতো সেচ কাজ করে যাচ্ছিল। কোন উপায় না দেখে তার আরেক চাচা খুরজাহান আলী গত ২২ জানুয়ারী ডোমার পল্লী বিদ্যুৎ অফিসে বাপ্পির নামে একটি অভিযোগ দায়ের করলে সেখানকার লোকজন এসে সেচ পাম্পের সেই তারটি কেটে দিয়ে চলে যায়। এ থেকে বাপ্পির টনক নড়ে এবং সে তার চাচা-চাচির সবার সঙ্গে ঝগড়া বিবাদ করে তার ৩ বছরের শিশু কন্যা, স্ত্রী এবং মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে বলে এলাকাবাসী জানান। এক পর্যায়ে বাপ্পি তার শিশু কন্যার কপাল কেটে হাসপাতালে ভর্তি করেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।